যশোরে মহিলা দলের মতবিনিময় সভা: জনগণই শাসক দলের ভোট ডাকাতি রুখে দেবে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা মহিলা দলের এক মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, অতীতে ভুলের সকল আন্দোলনে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিগত জাতীয় নির্বাচনেও তারা ভোটের মাঠে তেজোদীপ্ত ভূমিকায় থেকে শাসক দলের নির্বাচনী লড়াই করেছিল। তিনি বলেন, দেশে যে ভয়াবহ অপশাসন দুঃশাসন চলছে, এ থেকে মুক্তি পেতে আগমী নির্বাচনে আমাদের জনগণকে সাথে নিয়ে ভোটের মাঠে যেতে হবে। ভোটারদের ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যাতে শাসকদল জনগণের ভোট ডাকাতি করার সুযোগ না পায়। অতীতে শাসকদল ভোটের মাঠে অস্ত্র, গুলি, বোমাবাজির মাধ্যমে ত্রাস সৃষ্টি করে জনগণের ভোট ডাকাতি করে বসেছে। তারা আর সেই সুযোগ পাবে না। জনগণই এবার শাসক দলের ভোট ডাকাতির অপচেষ্টা রুখে দেবে। তিনি বলেন, ক্ষমতাসীনরা বরাবরই জনগণের ভোট ডাকাতি করতে মাঠে থাকে। আর বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাঠে থাকে অতীতের মত এই নির্বাচনেও তারা দলের সিদ্ধান্তে অবিচল থেকে ব্যক্তি নয় ধানের শীষের পক্ষে একাট্টা হয়ে কাজ করবে।
জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী হাসিনা ইউসুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী নূর-উন-নবী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মহিলা দলের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জ্যোস্না আলীম, সাংগঠনিক সম্পাদিকা রাশিদা রহমান, সহ-সভানেত্রী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জোবাইদা হক, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা সাবিকা সুলতান, মহিলা দলনেত্রী আনোয়ার পারভীন আনু প্রমুখ। সভা পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার পান্না, কোতয়ালি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাসুদা ফারুক মিনু।