যশোরে দম্পতির ওপর হামলার ঘটনায় দুই ভাইবোন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়ায় এক দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের ঘটনায় ২ ভাইবোনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাদের আটক করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ক্ষিতিবদিয়ার গাজী মাহমুদুল হাসান বিপ্লবের স্ত্রী পারভীন গাজী একটি এনজিওতে চাকরি করেন। তার মাধ্যমে ওই এনজিও থেকে লোন উত্তোলন করেন একই গ্রামের মৃত চান্দালী কাজীর মেয়ে রাশিদা বেগম। কিন্তু তিনি লোনের কিস্তির টাকা পরিশোধ না করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। গত ২৮ সেপ্টেম্বর রাশিদা বেগম বাড়িতে ফিরে আসেন। এ খবর পেয়ে রাত নয়টার দিকে পারভীন গাজী ও তার স্বামী গাজী মাহমুদুল হাসান বিপ্লব ওই বাড়িতে যান। এ সময় রাশিদা বেগমের কাছে পারভীন গাজী লোনের কিস্তির টাকা দাবি করলে তিনি তাকে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে রাশিদা বেগমের ভাই তোতা কাজী ও সোহরাব হোসেন এসে তাকে মারধর করেন। তার শ্লীলতাহানিও ঘটানো হয়। এ সময় গাজী মাহমুদুল হাসান বিপ্লব স্ত্রীকে রক্ষার চেষ্টা করতে থাকেন। এরই এক পর্যায়ে রাশিদা বেগম ঘর থেকে দা বের করে এনে পারভীন গাজীর স্বামীকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। কিন্তু প্রতিহত করতে গেলে গাজী মাহমুদুল হাসান বিপ্লবের ডান হাত জখম হয়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে ওই অবস্থায় তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সূত্র জানায়, এ ঘটনায় গাজী মাহমুদুল হাসান বিপ্লব গত বৃহস্পতিবার উল্লিখিত ৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে ক্ষিতিবদিয়া গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তোতা কাজী ও তার বোন রাশিদা বেগমকে আটক করা হয়েছে।