ফারিয়ার অন্যরকম সময়

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি প্রজন্মের আলোচিত তারকা নুসরাত ফারিয়া। নানা সমালোচনা-বিতর্ককে পেছনে ফেলে নিয়মিত কাজ করে যাচ্ছেন গ্ল্যামার জগতে। তবে করোনার কারণে দীর্ঘদিন ধরেই তিনি সিনেমার শুটিংয়ের বাইরে আছেন। সর্বশেষ মার্চে শুটিং করেছিলেন। তবে গত মাসে একটি বিজ্ঞাপন দিয়ে নিজের শুটিং বিরতি ভেঙেছেন। এদিকে ব্যস্ততা থেকে ছুটি মেলায় সময়টাকে নিজের মতো করে কাটাচ্ছেন এ তারকা। বর্তমানে হবু বর রনি রিয়াদ রশিদের সঙ্গে দুবাইয়ে একান্তে সময় কাটাচ্ছেন। অবকাশ সময় কাটালেও ফারিয়া সম্প্রতি দেখালেন তার নতুন চমক।
সিনেমা নিয়ে আপাতত ফারিয়ার তেমন নতুন কোনো সংবাদ না থাকলেও দুবাই থেকেই হঠাৎ সবাইকে চমকে দিলেন। গত বুধবার প্রকাশিত তার নতুন গানের টিজারে ঝলক দেখিয়েছেন ফারিয়া। ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এ গানটিকে ঘিরে। কেনই বা হবে না! গ্ল্যামারাস লুক, দারুণ লোকেশন, আর ফারিয়ার পারফরমেন্স- মুগ্ধ হওয়ার মতোই ব্যাপার। গানটির শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মাস্টার ডি। সুর-সংগীতও করেছেন তিনি। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। জানা গেছে, গানটি ভিডিওসহ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। নতুন গান, অবকাশ যাপন-সব মিলিয়ে অন্যরকম সময় এখন কাটছে ফারিয়ার। এদিকে করোনার জন্য তার অভিনীত পাঁচটি ছবির কাজ আটকে আছে। এরমধ্যে চারটি সিনেমার কাজ শেষের দিকে। এগুলো হলো দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’, রাজা চন্দর ‘ভয়’ এবং বিরসা দাস গুপ্তর ‘বিবাহ অভিযান-টু’। শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি কিন্তু তবুও’ নামে আরেকটি সিনেমার কাজ করোনার জন্য শুরুই হয়নি ফারিয়ার। এদিকে, বিয়ের আনুষ্ঠানিকতার পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন ফারিয়া এমন গুঞ্জন উঠেছে। যদিও ফারিয়া জানিয়েছেন দেশ ও অস্ট্রেলিয়া- দুই জায়গা মিলিয়েই তিনি থাকবেন। তাই কাজ ছাড়ার প্রশ্নই ওঠে না। বর্তমানে ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছেন। মিডিয়াতে তিনি ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভি’র ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।