স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মতবিনিময় সভায় অমিত : ভোটাধিকার প্রতিষ্ঠায় ভয়ভীতি উপেক্ষা করে কাজ করে যেতে হবে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের পৃথক মতবিনময় সভা বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভায় ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ভয়ভীতি উপেক্ষা করে নিরলস কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ক্ষমতাসীন সরকার তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ সে সুযোগ আর দেবে না। আগামী ২০ তারিখ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তারা এর দাঁতভাঙ্গা জবাব দেবে। জনতার বাধায় প্রতিহত হবে ভোট ডাকাতি।


বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী ও সমর্থকদের একাট্টা হয়ে কাজ করতে হবে। সকল ভয়ভীতি, মামলা ও রক্তচু উপেক্ষা করে তাদের ভোটের মাঠে উপস্থিত থাকতে হবে। ভোটাররা যাতে নির্বিঘেœ তাদের মতামত প্রকাশ করতে পারে সে জন্যে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকার করে ভোটের অবাধ পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। স্বেচ্ছাসেবক দলের সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- যশোর বিএনপির যুগ্মআহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি উপজেলা উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নূর-উন-নবী, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বীট, সহসভাপতি মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন। সভায় জেলা স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। ছাত্রদলের সভায় অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নর্গিস বেগম ছাড়াও বক্তব্য রাখেন-চেয়ারম্যান পদপ্রার্থী নূর-উন-নবী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। সভায় আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, ছাত্রদল নেতা শামসুজ্জামান রিন্টু, নাসিরুদ্দিন, সোহানুর রহমান শামীম, রবিউল ইসলাম টিপু, সাউদ আল মাসুদ ড্যানি, মাসুদ কায়সার ইস্তি, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, বেনজির বিশ্বাস প্রমুখ।