যশোরে পালিয়ে যাওয়া সেই কিশোর বন্দি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া শিশু উন্নয়ন কেন্দ্রের সেই কিশোর বন্দি রাজু বিশ্বাস আটক হয়েছে। ফরিদপুর উপজেলার বোয়ালমারী উপজেলার দেবকিনন্দপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন। রাজু বিশ্বাস বোয়ালমারীর দেবকিনন্দপুর গ্রামের আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। গত আগস্ট মাসে সে একটি চুরির ঘটনায় আটক হলে আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেয়। গত ২৭ সেপ্টেম্বর অন্য বন্দিদের মারধরের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। পরদিন ২৮ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে তাকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনা হয় চিকিৎসা দেওয়ার জন্য। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল অভ্যন্তরে রাখা শিশু উন্নয়ন কেন্দ্রের মাইক্রোবাসের ভেতর রেখে দেয়া হয়। কিন্তু এক পর্যায়ে সে তাকে নিয়ে আসা আনসার সদস্যের গাফিলতির সুযোগ নিয়ে দরজার লক খুলে পালিয়ে যায়। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়ার পরদিন রাত আটটার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।