যশোরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন আটক, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চীর ইটভাটার সামনে থেকে তাদের আটকের দাবি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গত বুধবার রাত সোয়া ১০ টার দিকে তাদের পুলিশ গোপন সূত্রে খবর পায়, মালঞ্চীর এমবিবিআই ইটভাটার সামনে একদল দুর্বৃত্ত ডাকাতির জন্য অবস্থান করছে। এ খবর পেয়ে পুুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইটভাটা ঘিরে ফেলে। এরপর সেখান থেকে ৪ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে এ সময় ১টি ওয়ান শ্যুটারগান, ১টি শার্টারগান, ১টি পাইপগান, ৮ রাউন্ড গুলি, ১টি ছোরা, ১টি দা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। আটক ডাকাতরা হচ্ছে-শহরের চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন, বারান্দী মোল্লাপাড়ার জনৈক ইউনুচের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম, পূর্ব বারান্দীপাড়ার লাল মিয়ার ছেলে নাসির ও সদর উপজেলার লেবুতলা দক্ষিণপাড়ার আব্দুল সাত্তার গাজীর ছেলে সোহেল রানা। তিনি আরও জানান, আটকের সময় সাব্বির দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে পড়ে গিয়ে ডান হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মাসুদুর রহমান মামলা দুটি দায়ের করেন। উল্লেখ্য, পূর্ব বারান্দীপাড়ার নাসিরকে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পুলিশ বাড়ি থেকে আটক করে বলে তার পিতা লাল মিয়ার অভিযোগ।