শ্রীপুরে ব্যতিক্রমর্ধমী প্রীতি ফুটবল

0

মাগুরা সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলে মাগুরা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ৬০বছরের বৃদ্ধ ও অনুর্ধ ১০ বছরের শিশুদের মাঝে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম-আহ্বায়ক আলী আহমেদ আহাদ মাগুরা। দৃষ্টিনন্দন এই খেলায় দুই দলই নির্দিষ্ট সময়ের মধ্যে ১/১ গোলে ড্র করে। পরে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকার এর মাধ্যমে ৬০ বছরের বৃদ্ধ দল ১ গোল করতে সম হয় এবং ১০ বছরের ছেলেরা ৩ গোল দিয়ে জয়লাভ করে।