অধ্যাপক ড. আবদুস সালাম ইবির নতুন উপাচার্য

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে আগামী ৪ বছরের জন্য কৃষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। অধ্যাপক শেখ আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদকিতা বিভাগের একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক (সদ্য এলপিআররত)।
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় জন্মগ্রহণকারী ড. আবদুস সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে অর্থনীতিতে বি এ (সম্মান) এবং ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যলয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. সালাম ১৯৭৭ সালে ঢাকায় টেরে ডেস্ হোম (নেদারল্যান্ডস)-এ চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে গবেষনা কর্মকর্তা পদে চার বছর চাকুরি করেন। তিনি ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ এসোসিয়েশন ফর ভলুন্টারি স্টেরিলাইজেশন (বিভিএস)-র পরিচালক, প্রোগ্রাম এন্ড আই ই সি পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও ২০০৯ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নরওয়ের অসলো ইউনিভার্সিটি কলেজ এবং রোমানিয়ার লুসিয়ান ব্লাগা ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক আবদুস সালাম ৯টি গ্রন্থের প্রণেতা দেশ বিদেশে তার ৪০ টি গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ৩০ টি দেশে তাঁর ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে।