মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে মানববন্ধন চৌগাছায়

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে মানববন্ধন হয়েছে। চৌগাছা উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা উদীচীর আহবায়ক আব্দুস সালামের বিরুদ্ধে ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরের ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ ও আব্দুস ছাত্তার।