চুকনগরে শহীদ মিনার আড়াল করে ঘর নির্মাণের চেষ্টা রুখে দিল জনতা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে শহীদ মিনারকে আড়াল করে ঘর নির্মাণের অপচেষ্টা রুখে দিয়েছেন স্থানীয় জনতা। জেলা প্রশাসকের নির্দেশে এই নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির মাঠে পাকিস্তান আমলেই নির্মিত হয় একটি শহীদ মিনার। হঠাৎ গত ২৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এ্যাডহক) সভাপতি ও আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার মোস্তাফিজুর রহমান দুলুর তত্বাবধানে শহীদ মিনারের পূর্বপাশ দিয়ে দুটি ঘর নির্মাণের কাজ শুরু হয়। ঘরটি নির্মাণ করা হলে শহীদ মিনারটি পিছনে পড়ে যাবে এবং রাস্তা থেকে তা আর দেখা যাবে না। বিষয়টি এলাকার সচেতন মানুষ মেনে নিতে পারেননি। এক পর্যায়ে পরদিন বুধবার বেলা ১২ টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. প্রতাপ কুমার রায় ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। এসময় বিক্ষুব্ধ জনতা নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেন। অ্যাড. প্রতাপ কুমার রায় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। ১৯৭০ সালের নির্বাচনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে দাঁড়িয়ে নির্বাচনী জনসভায় ভাষন দেন। সে কারণে এই শহীদ মিনারটি আরও গুরুত্ব বহন করে। আর সেটিকে আড়াল করে কার স্বার্থে সভাপতি এখানে ঘর নির্মাণ করছেন? তিনি বলেন, কোন অবস্থায় শহীদ মিনারকে অবমাননা করে এখানে স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। তাছাড়া এ্যাডহক কমিটি কোনভাবেই এ ধরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বিষয়টি খুলনা জেলা প্রশাসককেও অবহিত করেন। বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে এসে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম নূরুল ইসলাম বলেন, শহীদ মিনারটি উন্মুক্ত স্থানে স্থাপিত হওয়ায় লোকজন গরু ছাগল বেঁধে রেখে স্থানটি নোংরা করে রাখে। এজন্য ম্যানেজিং কমিটির সভায় রেজুলেশন করে দুটি ঘর নির্মাণ করে ভাড়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় রেজুলেশন দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ্যাডহক কমিটি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জানা নেই।