যশোরে শুড়া গ্রামে ত্রাসের রাজত্ব সংবাদ প্রকাশের পরও আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের শুড়া গ্রামে ত্রাসের রাজত্ব সংক্রান্ত সংবাদ পরিবেশনের পর সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীরা নির্যাতিতদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। কখনো তারা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র সহকারে শুড়া গ্রামে মহড়া দিচ্ছে। সদর উপজেলার ইছালী ইউনিয়নের শুড়া গ্রামের পাশের গ্রাম জলকারের সন্ত্রাসী হালিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করছে। কখনো চাঁদার দাবিতে সাধারণ মানুষকে মারধর করছে। কখনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুর করছে। বিশেষ করে শুড়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় তাদের হাতে বেশি নির্যাতিত হচ্ছেন। তারা অনেকেই সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর এ নিয়ে দৈনিক লোকসমাজ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে সন্ত্রাসীরা বেপরোয়াভাবে শুড়া গ্রামে মহড়া দেয়। হালিমের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা প্রকাশ্যে শুড়া গ্রামের নির্যাতিত পরিবার ও ব্যবসায়ীদের প্রকাশ্যে দেশীয় অস্ত্রসহকারে হুমকি-ধামকি দেয়। তারা বলে, তোরা আমাদের বিরুদ্ধে মুখ খুলেছিস কেন ? তোদের শেষ করে দেব। বাড়ি ঘর ব্যবসা-প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেব। সময় থাকতে আমাদের চাঁদা পরিশোধ কর। এভাবে তাদেরকে সন্ত্রাসীরা শাসাচ্ছে। অনেক সময় সন্ত্রাসীদের সাথে বহিরাগত সন্ত্রাসীরাও যাচ্ছে। তাদের ভয়ে ভুক্তভোগীরা বলেন, সন্ত্রাসীদের তারা আগে কোন দিন দেখেনি। তারা আশঙ্কা করছে, সন্ত্রাসীরা যে কোন সময় তাদের ওপর বড় ধরনের তান্ডব চালাতে পারে। তারা প্রশাসনের কাছে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে তাদের উদ্ধারের জোর দাবি জানান।