একই ব্যবধানে জিতল ম্যান সিটি ও ম্যান ইউ

0

লোকসমাজ ডেস্ক॥ বুধবারে একই বিন্দুতে মিলে গেলো ইংল্যান্ডের ম্যানচেস্টারের দুই নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরোয়া ফুটবলের টুর্নামেন্ট কারাবাও কাপে একই ব্যবধানে জিতেছে ম্যান সিটি ও ম্যান ইউ। মজার বিষয়, দিনের অন্য ম্যাচে স্কোরলাইন এক না হলেও, গোল ব্যবধান একই রেখে জিতেছে এভারটন। শেষ ষোলোর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যান সিটি। ব্রাইটনকে একই ব্যবধানে হারিয়ে ম্যান ইউ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এভারটনের জয়টি ৪-১ গোলে। নকআউট ফরম্যাটের টুর্নামেন্টে তিন দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছিল টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেড।
বুধবার রাতে বার্নলির মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে কারাবাও কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। একের পর এক আক্রমণ করলেও, গোলের দেখা পেতে কেটে যায় ৩৫ মিনিট, লক্ষ্যভেদ করেন রহিম স্টারলিং। ম্যাচের ৪৯ মিনিটের সময় দ্বিতীয় গোলটিও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। শেষ গোল করেন ফেরান টরেস। ম্যান সিটির মতোই প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল ম্যান ইউও। ব্রাইটনকে তাদেরই মাঠে পরাজয়ের স্বাদ দিয়ে ফিরেছে রেড ডেভিলরা। ম্যান ইউর জার্সি গায়ে প্রথমবারের মতো ফ্রি-কিকে গোল করেন পল পগবা। অন্য দুই গোল আসে স্কট ম্যাকটমি ও হুয়ান মাতার পা থেকে। বৃষ্টিঝরা ম্যাচে জয়ের আনন্দ সেরেছে ম্যান ইউ। ম্যান ইউ ও ম্যান সিটির মতো প্রতিপক্ষের মাঠে যেতে হয়নি এভারটনকে। নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের জালে এক হালি গোল পুরেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। হ্যাটট্রিক করেছেন দলের নতুন তারকা ডমিনিক কালভার্ট লেউইন। এছাড়া অন্য গোলটি করেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।