নড়াইলে ৯৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

0

নড়াইল অফিস ॥ নড়াইলের তিন উপজেলায় ৯৪ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার নড়াইল সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভিটামিন ’এ’ক্যাপসুল ক্যাম্পেইন। নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বলেন, জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। এ জেলায় মোট ৯৪ হাজার ২২৫ টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।