সাবেক কমিশনার রিয়াজ উদ্দিনের ভাই আক্তার উদ্দিনের ইন্তিকাল # অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার সাবেক কমিশনার বিএনপি নেতা রিয়াজ উদ্দিনের বড় ভাই আক্তার উদ্দিন ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বোর ৬টায় তিনি শহরের আজিমবাদ কলোনীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আকতার উদ্দিনের মৃত্যুর সংবাদ শুনে বাসভবনে ছুটে যান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তার স্বজনরা তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগম তাদেরকে সান্ত¡না দেন। বাদজোহর বেজপাড়া আজিমাবাদ কলোনি জামে মসজিদের সামনে আক্তার উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অনিন্দ্য ইসলাম অমিত তার জানাজায় অংশ নেন। এছাড়াও অংশ নেন- নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহাদৎ উল্লাহ লাল্টু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। জানাজা শেষে তাকে বেজপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটর সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।