ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর বাসিন্দারা। গতকাল বুধবার প্রেসকাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা প্রেসকাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম আমানুল কাদির বলেন, ২০০১ সালের নির্বাচনের মামলার কারণে আর নির্বাচন হয়নি। ওই নির্বাচনে নির্বাচিত মেয়র মোস্তফা আনোয়ার পাশা নিজ লোক দ্বারা সীমানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে রিট করেন। রিট পিটিশনে যে যে অঞ্চল পৌরসভার অন্তর্ভুক্তির জন্যে বলা হয় সে অঞ্চলের নাগরিক ইতিপূর্বে তিনবার ইউনিয়ন নির্বাচনে ভোট প্রদান করেছেন। তাদের পৌর এলাকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। তিনি যাদের দিয়ে এই রিট পিটিশন করান তাদের একজন মৃত্যুবরণ করেছেন। বাকি দুইজন রিট মামলা এফিডেভিটের মাধ্যমে না চালানোর ঘোষণা দেন। তিনি আরও বলেন নির্বাচিত মেয়র অতিরিক্ত ১৫ বছরে ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি প্রশাসনের নিকট ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি অবৈধ মেয়রের সকল সম্পদের হিসাব জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ঝিকরগাছা উপজেলা তরুণ লীগের সভাপতি মনিরুল ইসলাম, পৌর সভাপতি শামীম হাসান প্রমুখ। এ বিষয়ে মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন তা সব মিথ্যা এবং ভিত্তিহীন।