যশোরে ছাত্রদলের সমাবেশে নেতৃবৃন্দ: দেশে আইনের শাসন না থাকায় ছাত্রলীগ ধর্ষণ খুন গুম করে পার পেয়ে যাচ্ছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, যখন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকে তখন ধর্ষণ, খুন, গুম বেড়ে যায়। দেশে আইনের শাসন জবাবদিহিতা নেই বলেই ছাত্রলীগ একের পর এক ধর্ষণ, খুন, গুম করে পার পেয়ে যাচ্ছে আর ভুক্তভোগীরা কোন বিচার পাচ্ছে না। ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনটি এখন ধর্ষণ, খুন, গুমসহ নানা অপকর্মের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। এমন কোন অপকর্ম নেই যার সাথে ছাত্রলীগ জড়িত নেই। সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক গৃহবধূ ধর্ষণ এবং খাগড়াছড়িতে প্রতিবন্ধি আদিবাসী নারী ধর্ষণের প্রতিবাদে গতকাল সোমবার মনিহার চত্বরে বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরও বলেন, আজ ছাত্রলীগ নামের এই সংগঠনটি এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, ঘর থেকে কোন নারী বের হলেই তারা সম্ভ্রম নিয়ে বাড়ি ফিরতে পারে না। যেখানে কলেজের হলের ভেতরে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে সাধারণ ছাত্রীদের নিরাপত্তা কোথায়? তাদের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রীদের মুক্ত চলাফেরা বন্ধ হয়ে গেছে। খুন, গুমসহ অপকর্মের কারণে অনেক আগেই তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। নেতৃবৃন্দ ছাত্রলীগের সকল অপকর্মের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান। এর আগে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকের নেতৃবৃন্দ আরএন রোড থেকে একই ঘটনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।