যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষা দাবি ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখার

0

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা। সোমবার প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সংবাদ সম্মেলন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনাল সাক্ষী সুরক্ষা আইনকে পাশ কাটিয়ে ট্র্যাইবুনালের সাী, তাদের স্বজন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতার নামে মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একই দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের যুদ্ধাপরাধী আমজাদ মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে মামলা হয়। এর পর থেকে সাীদের বিরুদ্ধে হামলা, অপহরণ, হত্যা, বাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়। সাথে সাথে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাীদের হয়রানি করা হচ্ছে। সাী, তাদের স্বজন ও নির্মূল কমিটির নেতাদের আসামি করে বার বার গ্রেফতারসহ তল্লাশির নামে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এ অবস্থায় সাীরা ট্র্যাইবুনালে যেতে ভয় পাচ্ছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মনে করছে এ তৎপরতা মামলা থেকে যুদ্ধাপরাধীদের রার অপকৌশল। এ ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, আমজাদ রাজাকার ও তার পরিবারের সাথে স্থানীয় এক শীর্ষ নেতার সংশ্লিষ্টতা রয়েছে। অনতিবিলম্বে স্থানীয় ওই শীর্ষ নেতার আশ্রয়ে প্রশ্রয়ে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করা হয়। সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল প্রমুখ।