যশোরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি কিশোরের পলায়ন

0

স্টাফ রিপোর্টার॥ যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু উন্নয়ন কেন্দ্রের রাজু বিশ্বাস (১৬) নামে এক কিশোর বন্দি পালিয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ ওই ঘটনায় বন্দি রাজু বিশ্বাস হারিয়ে গেছে মর্মে কোতয়ালি থানায় একটি জিডি করেছেন। পালিয়ে যাওয়া বন্দি রাজু বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দেবকী নন্দপুর গ্রামের ওহাব বিশ্বাসের ছেলে। সে বোয়ালমারী থানার একটি চুরি মামলার আসামি। চলতি বছরের ২১ আগস্ট মামলাটি দায়ের হয়।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) অসিত বিশ্বাস জানান, গত রোববার রাতে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতর অন্য বন্দিদের সাথে রাজু বিশ্বাসের মারামারি হয়। এ ঘটনায় সে অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে সে আরও অসুস্থ হয়ে পড়ে। এ কারণে শিশু উন্নয়ন কেন্দ্রের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-চ-৫১-৫০৬৩) করে বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সোলায়মান কবির তাকে চিকিৎসা দেন। এ সময় তার সাথে ছিলেন শিশু উন্নয়ন কেন্দ্রের মেডিকেল সহকারী নজির আহমেদ। চিকিৎসা শেষে হাসপাতাল অভ্যন্তরে রেখে দেয়া মাইক্রোবাসে তাকে উঠানো হয়। মাইক্রোবাসে তিনিও (অসিত বিশ্বাস) ছিলেন। কৌশলে দরজা খুলে তাকে ধাক্কা মেরে রাজু বিশ্বাস পালিয়ে যায়। তিনি ও চালক পারভেজ তার পিছু নিলেও তাকে ধরতে পারেননি। পরে তিনি বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেনকে জানিয়েছেন। সংবাদ পেয়ে জেলা পুলিশের একাধিক টিম হাসপাতালে আসে। তবে পুলিশও রাজুকে খুঁজে পায়নি। হাসপাতালের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই বন্দিকে (রাজু) গাড়িতে বসিয়ে রেখে আনসার সদস্য অসিত বিশ্বাস চান পান করতে যান। পরে চা পান শেষে তিনি গাড়ির কিছুদূরে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। এই সুযোগে ওই বন্দি গাড়ির গেট খুলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার পিছু নেয়া হলেও তাকে আটক করা যায়নি। এ বিষয়ে জানতে চায়লে শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন দুপুর আড়াইটার দিকে বলেন, ‘আমি এখন একটি অনলাইন মিটিংয়ে আছি। বিকেল ৫টার পর এই বিষয়ে কথা বলবো।’ কিন্তু বিকেল ৫টার পর দফায় দফায় তাকে মোবাইল ফোন করা হলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অসিত কুমার সাহা সাংবাদিকদের জানান, ‘বিষয়টি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’ বিকেলে যশোর কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই কামাল হোসেন জানান, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (নং-১৭৯৯) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি রাজুকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখান থেকে সে হারিয়ে গেছে।