কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সংবাদ সম্মেলন

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের ক্রয়কৃত সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ ও সম্মানহানির চেষ্টা করছেন প্রতিপ সাত্তার গোলদার। শুধু তাই নয়, প্রভাবশালী সাত্তার গোলদার নিজের মতা জাহির করে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ। গত রোববার বিকেলে জেলা পরিষদ সদস্য নাহার আক্তার কপিলমুনি প্রেসকাবে সংবাদ সম্মেলন করে সাত্তার গোলদারের বিচার দাবিতে প্রশাসনের হস্তপে কামনা করেছেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তাকে নিয়ে ষড়যন্ত্র ও চলমান পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, ‘আমি সম্প্রতি একটি অফিসগৃহ নির্মাণের জন্য পাইকগাছা উপজেলার মামুদকাটি বাজার কেন্দ্রিক নজরুল জোয়ার্দারের ভোগ দখলীয় দোকানঘরসহ একখন্ড সম্পত্তি ক্রয় করি। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিপ সাত্তার গোলদারের উপস্থিতিতে আমিন দ্বারা মাপজোপ করে আমার দখল বুঝিয়ে দেন জমি মালিক নজরুল জোয়ার্দার। এমন অবস্থায় পাকা পিলার দ্বারা জমির আইল সীমানা নির্ধারণপূর্বক সেখানে ভোগদখল করাকালে পার্শ^বর্তী প্রভাবশালী জমির মালিক সাত্তার গোলদার আমাকে দখল থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠেন। বর্তমানে সাত্তার গোলদার ষড়যন্ত্রমূলকভাবে মামলা করে আমার আইল সীমানা নির্ধারণের সীমানা পিলার রাতের আঁধারে তুলে ফেলে ১৪৪ ধারার আদেশ নিজেই ভঙ্গ করেছেন। একইভাবে তিনি চরম শান্তি ভঙ্গের পাঁয়তারা করছেন।’ নাহার আক্তার এই জায়গার বিরোধকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান।