যশোর থেকে নারী পাচার চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা সিআইডি

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরের সীমান্ত এলাকা দিয়ে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিভাগের অর্গানাইজড ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এ কথা জানান। গ্রেফতাররা হলেন- মো. শাহীন, মো. রফিকুল ইসলাম, বিপ্লব ঘোষ, আক্তারুল ও মো. বাবলু। তাদেরকে রোববার যশোর থেকে গ্রেফতার করা হয় বলে জানান রেজাউল।
তিনি বলেন, “শাহীনের কাজ ছিল ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে পাচারের উদ্দ্যেশে গাড়ি চালিয়ে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া। যশোরের সীমান্ত এলাকায় তাদের রাখা হত রফিকুলের বাড়িতে।” যশোর সিআইডির একটি সূত্র জানিয়েছে, তাদেরকে শার্শা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। এদিকে, ঢাকায় সংবাদ সম্মেলনে সিআইডি বলছে, গ্রেফতারদের মধ্যে বিপ্লব হলেন রফিকুলের সহযোগী। আর সীমান্ত দিয়ে নৌকায় পাচারের কাজটি করতেন বাবলু। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্ত করতে গিয়ে তাদের গ্রেফতার করা হয় জানিয়ে রেজাউল হায়দার বলেন, “বাংলাদেশ ও ভারতের দুই চক্রের যোগসাজশে পাচারের কাজটি চলত। পাচারের শিকার নারীদের তারা বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করত।” গ্রেফতার পাঁচজনকে সোমবারই আদালতে হাজির করা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই চক্রের আরও চার সদস্যকে এর আগে গ্রেফতার করা হয়েছিল।