একই নম্বরের দুই মোটরসাইকেলের সেই মালিককে আজও আটক করেনি পুলিশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় কর্তব্যরত অবস্থায় সহকারী কমিশনার (ভুমি) ডা. কাজী নাজিব হাসানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া একই নম্বরের (যশোর-ল-১১-২৩৩৫) দুটি পালসার মোটরসাইকেল উদ্ধার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মালিক। ঘটনার পরপরই জড়িত দু’জনকে পুলিশ আটক করে। কিন্তু একই নম্বরের দুটি মোটরসাইকেলের মালিক শনাক্ত হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে আটক করেনি। গত ২৯ মার্চ যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী নামক স্থানে নম্বরবিহীন মোটরসাইকেল, লাইসেন্সবিহীন চালক, মাক্স ব্যবহার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এসময় দ্রুতগতির ওই মোটরসাইকেলটির চালক গতি না কমিয়ে নাজিব হাসানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত যশোরের বেসরকারি পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। যশোর পঙ্গু হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী শাহাজালাল ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানা পুলিশের এসআই দেবব্রদ দাস বলেন, তদন্ত প্রায় শেষের দিকে। আগামী দু’তিন দিনের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তবে একই নম্বরের দুটি মোটরসাইকেল উদ্ধার এবং মালিক শনাক্ত হলেও মামলায় দু’জন ছাড়া অন্য কাউকে আসামি করা হয়নি বলে জানান তিনি। গতকাল সোমবার সকালে স্থানীয় সংবাদকর্মীদেরকে দুর্ঘটনার শিকার ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান একই নম্বরের দুটি মোটরসাইকেলের মালিকসহ ঘটনার সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি ঝিকরগাছায় কর্মস্থলে যোগদান করেছেন।