সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন শিকারী আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের মৎস্য প্রজনন খালে কীটনাশক বিষ দিয়ে মাছ ধরার সময় তিন শিকারীকে আটক করেছেন বনরক্ষীরা। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চারাখালী মৎস্য প্রজনন খালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বনরক্ষীরা।
এ সময় বনরক্ষীদের দেখে পালানোর চেষ্টা করলে নৌকা সহ বিষ প্রয়োগে মাছ শিকারী বিল্লাল ঢালি, মাসুম ঢালী ও মনিরুল ঢালীকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে-নৌকায় তল্লাশি চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি বিষের বোতল, ১২ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, হাত করাত, হাতুড়ি ও ২টি দা জব্দ করা হয়। আটককৃতরা খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগি গ্রামের বাসিন্দ। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে খুলনা আদালতে সোপর্দ করা হয়। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত্র কর্মকর্তা আজাদ কবির জানান, মাছ ধরা নিষিদ্ধ খালে এক শ্রেণির জেলে নামধারী শিকারী বনের অভ্যন্তরে গোপনে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে যাচ্ছে। বনরক্ষীরা এসব অসাধু জেলেদের বেআইনি কার্যকলাপ বন্ধে বিশেষ তৎপরতা চারাচ্ছে।