ঋণের কিস্তি না দেয়ায় হামলা : আহত তিনজন

0

স্টাফ রিপোর্টার ॥ ঋণের কিস্তি আদায় করতে গিয়ে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে মা ও ছেলে-মেয়ে হামলার শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের ভ্যানচালক সিদ্দিকুর রহমানের স্ত্রী জীবননেছা (৫২) তার ছেলে রাজু আহমেদ (২৫) ও কন্যা রিয়া টুকটুকি (১৮) রিয়া নতুনহাট কলেজের এইচএসসি পরীক্ষার্থী। জীবননেছা জানিয়েছেন, চাঁচড়ার বন্ধু কল্যাণ সংস্থা থেকে এক বছর আগে তিনি ৪০ হাজার টাকা ঋণ নিয়ে প্রতিবেশি মাসুদকে ব্যবসা করতে দেন। প্রতি সপ্তাহে ১ হাজার ২শ টাকা করে সংস্থাকে কিস্তি পরিশোধ করতে হয়। গতকাল সকাল ১০টার দিকে কিস্তির টাকা আনতে গেলে মাসুদ ও তার স্ত্রী জেসমিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর এক পর্যায়ে তারা জীবননেছাকে বেধড়ক মারপিট করে। এসময় তার ছেলে রাজু আহমেদ ও রিয়া টুকটুকি মাকে উদ্ধার করতে গেলে তারাও হামলার শিকার হন। অপরদিকে, মণিরামপুর উপজেলার চেতলা গ্রামের খলিলুর রহমান (৪৫) নামে এক কৃষক ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। খলিলুর রহমান জানিয়েছেন, প্রতিবেশি সোহেল তার একটি হাঁস মেরে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে সোহেল ক্ষিপ্ত হয়ে গত শনিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন।