স্বপ্নদেখোর কার্যালয়ে যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রবিবার যুব উন্নয়ন অধিদফতর যশোরের আয়োজনে ৭ দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ২৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বেকারত্বে হ্রাসে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তবে এক্ষেত্রে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।’ এ সময় তিনি গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ সম্পর্কে বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ে সারা বিশ্বে বাংলাদেশ বর্তমানে এগিয়ে রয়েছে। গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের অন্যতম একটি মাধ্যম। একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের আয়ের ক্ষেত্র তৈরি করে নিতে পারেন।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজির উদ্দিন এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। অতিথিদের বক্তব্য শেষে ৭ দিন মেয়াদী এ প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য শ্রাবণী আক্তার। বিজ্ঞপ্তি