কীটনাশক মিশ্রিত পানীয় পান করিয়ে বন্ধুকে হত্যার চেষ্টা, কিশোর আটক

0

স্টাফ রিপোর্টার ॥ বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে (১৬) কীটনাশক মিশ্রিত পানীয় পান করিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তাসিন হোসেন (১৫) নামে এক কিশোর। গত শনিবার রাতে সদর উপজেলরা তেঘরি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ আব্দুল্লাহ আল মামুন বর্তমানে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। সে তেঘরি গ্রামের কামাল হোসেনের ছেলে।
আব্দুল্লাহ আল মামুনের পিতা আব্দুস সবুর জানান, তার ছেলে ঝিকরগাছা এমএল সরকারি হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তাসিন তার ছেলের বন্ধু। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে তাসিন তার ছেলে মামুনকে ক্ষতি করার হুমকি দেয়। এরপর গত শনিবার রাত ১০ টার দিকে মামনুকে বাড়ি থেকে ডেকে তেঘরি পূর্বপাড়া মসজিদের পাশে নিয়ে যায় তাসিন। সেখানে তাসিন কৌশলে কোমল পানীয় স্পিডের সাথে কীটনাশক ফুরাডান মিশিয়ে তার ছেলেকে পান করতে দেয়। সরল মনে ওই কোমল পানীয় পান করার সাথে সাথে মামুন অসুস্থ হয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। এ সময় সেখান দিয়ে যাচ্ছিলো মামুনের মামাতো ভাই রনি। সে বিষয়টি দেখতে পেয়ে অন্যদের খবর দিলে দ্রুত মামুনকে উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কোতয়ালি থানা পুলিশের এসআই ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত তাসিনকে আটক করা হয়েছে। রোববার তার বিরুদ্ধে মামলা হলে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটক তাসিনের দাবি, মামুন তার কাছ থেকে ৭ হাজার টাকা ধার নিয়েছিলো মোবাইল ফোনসেট কেনার জন্য। এই টাকা চাইতে গেলে মামুন তার মাকে নিয়ে আজেবাজে কথা বলতো। এ কারণে ফুরাডান মিশ্রিত স্পিড খাইয়ে সে তাকে শিক্ষা দিতে চেয়েছিলো।