পুলিশের সরকারি মোবাইল ফোন নম্বর একযোগে বদলে গেল

0

মীর মঈন হোসেন মুসা ॥ সারাদেশে পুলিশের সরকারি যে মোবাইল ফোন নম্বর ছিলো তা একযোগে বদলে যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে গ্রামীণ ফোনের একই সিরিয়ালের নম্বরগুলোতে যোগাযোগ করলে মিলবে পুলিশের সেবা। ইতোমধ্যে যশোরের পুলিশ প্রশাসন তাদের অফিসিয়ালি ফেসবুকে পুলিশ সুপার ও ৯ থানার ওসিসহ আরও কয়েকজন কর্মকর্তার পরিবর্তিত নম্বর প্রকাশ করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পুলিশের সরকারি মোবাইল ফোন নম্বরগুলো এতোদিন বিভিন্ন সিরিয়ালের ছিলো। এ কারণে সমস্যা হচ্ছিলো। এজন্য সারদেশে পুলিশের সরকারি মোবাইল ফোন নম্বরগুলো একই সিরিয়ালের আওতায় আনা হচ্ছে। ১ অক্টোবর থেকে পরিবর্তিত নম্বরগুলোতে যোগাযোগ করলে মিলবে পুলিশের সেবা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যশোরে মানুষ যাতে পরিবর্তিত মোবাইল ফোন নম্বরগুলো সহজে পেতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। এর মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে সাইনবোর্ডে পরিবর্তিত নম্বরগুলো প্রকাশ।
উল্লেখ্য, পুলিশের পরিবর্তিত নম্বরগুলো গ্রামীণ ফোনের ০১৩২০-সিরিয়ালের। যশোরে জেলা পুলিশের অফিসিয়ালি ফেসবুকে প্রকাশিত তাদের পরিবর্তিত নম্বরগুলো হচ্ছে-পুলিশ সুপার ০১৩২০-১৪৩১০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ০১৩২০-১৪৩১০২, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ০১৩২০-১৪৩১০৩, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ০১৩২০-১৪৩১০৪, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল ০১৩২০-১৪৩১৪৫, অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল ০১৩২০-১৪৩১৫০, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল ০১৩২০-১৪৩১৫৫, সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল ০১৩২০-১৪৩১৬০, জেলা বিশেষ শাখার ডিআইও (১) ০১৩২০-১৪৩১৬৫, কোতয়ালি থানার ওসি ০১৩২০-১৪৩১৮০, ঝিকরগাছা থানার ওসি ০১৩২০-১৪৩২০৬, মনিরামপুর থানার ওসি ০১৩২০-১৪৩২৩২, বাঘারপাড়া থানার ওসি ০১৩২০-১৪৩২৫৮, চৌগাছা থানার ওসি ০১৩২০-১৪৩২৮৪, শার্শা থানার ওসি ০১৩২০-১৪৩৩১০, কেশবপুর থানার ওসি ০১৩২০-১৪৩৩৩৬, অভয়নগর থানার ওসি ০১৩২০-১৪৩৩৬২, বেনাপোল পোর্ট থানার ওসি ০১৩২০-১৪৩৩৮৮, ডিবি পুলিশের ওসি ০১৩২০-১৪৩৪১৪, সদর কোর্ট ০১৩২০-১৪৩৪২৯, টিআই (ট্রাফিক) ০১৩২০-১৪৩৪৪৪, পুলিশ লাইন্সের আরআই ০১৩২০-১৪৩৪৫৯, পুলিশ কন্ট্রোল রুম ০১৩২০-১৪৪০৯৮ ও হটলাইন ০১৩২০-১৪৪০৯৯।