হত্যা ও ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সাভারের নীলা রায় হত্যা, আদিবাসী কিশোরী এবং সিলেট এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট মহিলা পরিষদের আয়োজনে রোববার দুপুরে প্রেসকাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা পরিষদ বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক অ্যাড. পারভীন আহমেদ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নারী নেত্রী তহুরা বেগম, মিনুয়ারা, ঝিমি মন্ডল, শিল্পী আক্তারসহ অনেকে। বক্তারা বলেন, দেশে ধর্ষণ. হত্যা ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে ধর্ষণ এবং এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে।