রেক্সোনা হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার পোড়া বেতাই গ্রামের রেক্সোনা খাতুন হত্যার ঘটনায় আরও ২ জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) কোটচাঁদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। রেক্সোনা পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে হত্যাকাণ্ডের বিস্তারিত লোমহর্ষক বর্ণনা দেন আসামি শাকিল হোসেন ও ইমরান। বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সিদ্দিকুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে রেক্সোনার বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল। এ বিষয়ে রেক্সোনা সিদ্দিকুর রহমানকে বিয়ের চাপ দিতে থাকে। এরই মাঝে রাজমিস্ত্রি সিদ্দিকুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগী জেলার কোটচাদপুর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে শাকিল ও ইকড়া গ্রামের ছাব্দার আলীর ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার স্যারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেক্সোনা হত্যা মামলার মূল আসামি মো. শাকিল হোসেন (২০) ও ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তারা ১৬৪ ধারায় আদালতে হত্যার বিস্তারিত তুলে ধরে জবানবন্দি দেন। তিনি আরও জানান, রাজমিস্ত্রী ছিদ্দিক তার দুই সহযোগীকে নিয়ে হত্যা করে। তাদের বাড়ি জেলার কোটচাদপুর উপজেলায়। ছিদ্দিক বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর রেক্সোনা বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে পোড়া বেতাই গ্রামের মাঠে কার্তিকের মেহগনি বাগানে গলাই ওড়না পেচানো অবস্থায় রেক্সোনার মরদেহ উদ্ধার করা হয়। পরে রেক্সোনার পিতা নুর ইসলাম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।