চৌগাছায় চেয়ারম্যান জিলুর রহমানের হত্যাবার্ষিকী পালিত

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় শামীম বাহিনীর হাতে নিহত শহীদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৭ম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে মৃধাপাড়া মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ জিল্লুর রহমান মিন্টুর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চৌগাছা প্রেস কাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল কবির, চৌগাছা প্রেস কাবের সাধারণ সম্পাদক প্রভাষক ওমেদুল ইসলাম। বক্তারা শীহদ মিন্টুর খুনিদের আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিলুর রহমান মিন্টুকে শামীম ও তার সাঙ্গপাঙ্গরা গুলি করে হত্যা করে। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে এদিন সকাল থেকে কালো ব্যাজ ধারণ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।