স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে কেশবপুরের তিন নেতা,অভিনন্দন

0

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রয়েছেন কেশবপুরের তিনজন। তারা হলেন- ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসাধারণ স¤পাদক মোকসেদ আলম ও মোস্তাফিজুর রহমান বাচ্চূ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার এ কমিটির অনুমোদন দিয়েছেন। জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মোস্তাফিজুর রহমান এর আগে এই কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
এদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে ২৮ জন সহসাধারণ স¤পাদকের মধ্যে জায়গা করে নেওয়া কেশবপুরের মোকসেদ আলম আছেন ৫ নম্বরে এবং মোস্তাফিজুর রহমান বাচ্চুর ক্রমিক নম্বর ১৭। কেশবপুরের ৩ নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন কেশবপুর থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বির্বৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াস, বিএনপি নেতা কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ^াস, শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলীসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।