ঝিকরগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নির্মাণাধীন দোকান ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে শরিফুল ইসলাম নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম খাইরুল হকের ছেলে ইয়াকুব আলীর নির্মাণাধীন ৭ টি দোকান ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোরসুটি গ্রামে। ক্ষতিগ্রস্থ ইয়াকুব আলীর ভাগ্নে মিকাইল হোসেন ও এনামুল হক জানান, তাদের মামা ইয়াকুব আলী পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ৭ টি পাকা দোকান ঘর নির্মাণ করছিলেন। কিন্তু ওই ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম নির্মাণাধীন ঘর রাস্তার উপর করা হচ্ছে মর্মে ইউনিয়নের নায়েব আবুল খায়েরের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে নায়েব আবুল খায়ের ও সার্ভেয়ার শহিদুল ইসলাম সরেজমিনে তদন্ত শেষে রাস্তার জায়গা বাদ রেখে ঘর নির্মাণ করতে বলেন। এদিকে নায়েব ও সার্ভেয়ারের তদন্ত প্রতিবেদন ওই সদস্যের পছন্দ না হওয়ায় পুনরায় থানায় অভিযোগ করেন। শুক্রবার দুপুরে এস আই নজরুল ইসলাম সরেজমিনে গিয়ে এসিল্যান্ড কর্তৃক তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ঘর নির্মাণ কাজ বন্ধ রাখাসহ এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। কিন্তু শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় নির্মাণাধীন ৭ টি দোকান ঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান ইয়াকুব আলীর পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে শরিফুল ইসলাম মোবাইলে জানান, গঙ্গানন্দপুর ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যানের নির্দেশে দোকান ঘরগুলো ভেঙে দিয়েছেন। জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধসহ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দ্দেশ দিয়েছিলেন। কিন্তু সন্ধ্যায় দোকান ঘর গুলো ভেঙে দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জোর দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ইয়াকুব আলীর পরিবারসহ গ্রামবাসী।