আজ যশোরে কৃষকদলের বীজ ও গাছের চারা বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ রোববার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে শাক-সবজির বীজ ও গাছের চারা বিতরণ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে বীজ ও চারা বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে দলের সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন।