যশোরে করোনা উপসর্গে কিশোরসহ দুজনের মৃত্যু : আক্রান্ত আরও ১৫ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে এক কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে। অপরদিকে আরও ১৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৮শ’ ৫৩ জন। যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে মুকিত ইসলাম (১৫) নামে এক কিশোর করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ৯টায় করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মুকিত ইসলাম যশোর সদর উপজেলার হালসা গ্রামের রবিউল ইসলামের ছেলে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় একই ওয়ার্ডে সমীর মোল্যা (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তাকে এদিন দুপুরে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর তার নমুনা নেয়া হয়েছে। সমীর মোল্যা বাড়ি মাগুরার শালিখা উপজেলায়। এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ৬২ জনের মতো মৃত্যু হয়েছে। যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা আহসান হাবিব রন্টুর অবস্থা গুরুতর। তার শরীরে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। পারিবারিক সূত্র জানিয়েছেন, অক্সিজেনের মাত্রা ৪০ এর নিচে নেমে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে বিকেলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গতকাল ৭৫টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ পরীক্ষায় ১৫ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২ জন যশোর সদরে নমুনা দেন। অভয়নগর, মনিরামপুর ও শার্শায় ১ জন করে ৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন- ঘোপ এলাকার দিপ্তী বিশ্বাস (২৭), জেল রোডের এমকে তাহমিদ (২০), কাজীপাড়ার ইলিয়াস হোসেন (৮০), বেজপাড়ার রোকন (৪৩), খড়কির আসমা (৪৬), পুলিশ লাইনের জাহিদুল ইসলাম (৫৭), সিটি কলেজপাড়ার সালাহ উদ্দিন (৩৯), উপশহরের আফরোজা সুলতানা (২১), জাহানারা ইয়াসমিন (৫০), পলি (২৭), চুড়ামনকাঠির সুফিয়া বেগম (৪০), বাঘারপাড়ার মাসুম (২২), শার্শার নাভারণের নুরুজ্জামান (৫৩), মনিরামপুরের মনোহরপুর গ্রামের সুলতান গাইন (৬০)। মোট আক্রান্ত ৩ হাজার ৮শ’ ৫৩ জনের ভেতর ২ হাজার ৭শ’ ৯৪ জন সুস্থ হয়েছেন। ১১ জন কোভিড-১১ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইসোলেশনে রযেছেন ১ হাজার ৩ জন। এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে।