‘নতুন’ বার্সেলোনায় সতর্ক রিয়াল কোচ

0

লোকসমাজ ডেস্ক॥ কোচ বদল হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড় দল ছেড়েছেন, আবারও নতুন যুক্তও হয়েছে। পালাবদলের হাওয়ায় নতুন শুরুর অপেক্ষায় বার্সেলোনা। নতুন সাজে নতুন মৌসুমে হাজির হতে যাওয়া কাতালানদের নিয়ে সতর্ক থাকছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তার বিশ্বাস, সব শিরোপায় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। সর্বশেষ খেলোয়াড় হিসেবে ন্যু ক্যাম্প ছেড়েছেন লুইস সুয়ারেজ। এর আগে দল পাল্টেছেন ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল ও নেলসন সেমেদো। তাদের বিদায় করে দিয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় বার্সেলোনা। এবার তাদের দায়িত্বে নতুন কোচ কোম্যান। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ২০২০-২১ মৌসুম থেকে ডাচ কোচকে বসানো হয়েছে কোচের চেয়ারে। তিনি এসেই নতুন করে সাজাচ্ছেন দল। যে দলে জায়গা হয়নি গত কয়েক মৌসুম নিয়মিত একাদশে থাকা সুয়ারেজ-রাকিতিচের। অন্যদিকে আবার দলে ‍যুক্ত হয়েছেন মিরালেম পিয়ানিচ ও ফিলিপে কুতিনিয়ো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বায়ার্ন মিউনিখে ধারের সময় পার করে আসার পর কোম্যানের পরিকল্পনায় ভালোমতোই আছেন। সেই সঙ্গে ঝামেলা মিটিয়ে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। বর্তমান স্কোয়াডের দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং বার্সেলোনাকেই খুঁজে পাচ্ছেন জিদান। গত মৌসুমে কাতালানদের কাছ থেকেই লা লিগার সিংহাসন নিজেদের দখলে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে কোম্যানের বার্সেলোনায় সতর্ক ফরাসি কিংবদন্তি, ‘তাদের (বার্সেলোনা) প্রতি আমার শ্রদ্ধা আছে। ভেতরে কী হচ্ছে জানি না, সেই কারণেই তাদের বিষয়ের সঙ্গে আমার জড়ানোর কোনও প্রয়োজন নেই। আমার মনে হয় তারা যেমন দল এবং যে স্কোয়াড তাদের আছে, তাতে তারা সবকিছুর জন্য লড়াই করবে। এতে আমার কোনও সন্দেহ নেই।’