যশোর শহরের শংকরপুর বাবলাতলা মোড় এলাকায় হাইওয়ে রোডের পাশে ড্রেনের ওপর টোংদোকান বসানো হয়েছে। যার ফলে ড্রেন পানি অপসারণ হচ্ছে কম। একটু বৃষ্টি হলেই ঐ এলাকা তলিয়ে যাচ্ছে এবং হাইওয়ের পাশে দোকান বসানো ঝুঁকি থেকেই যাচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা-এমআর খান মিলন

0