মনিরামপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় বিএনপি নেতাসহ দুজন আহত

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছে হরিদাসকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক নিছার উদ্দিনকে। এ সময় ঠেকাতে আসলে তারা নিছারের ছোটভাই হায়দারকেও মারধর করে। গতকাল শুক্রবার সকালে মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে নিছারকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান। প্রভাষক নিছার উদ্দিনের স্ত্রী হাবিবা খাতুন জানান, মধুপুর বাজারে সন্তোষ পাল ৫ শতক জমি বিক্রি করেন নির্মল পালের কাছে। এ জমি দখল করাকে কেন্দ্র করে সবুর হোসেনের ছেলে মুনির, নাইমুরসহ কয়েকজন যুবক সম্প্রতি নির্মলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানতে পেরে নিছার উদ্দিন প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়। গতকাল সকাল নয়টার দিকে নিছার উদ্দিন মধুপুর বাজারে গেলে মুনির এবং নাইমুরের নেতৃত্বে আব্দল্লাহ, সবুজসহ কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। অভিযোগ রয়েছে, এ সময় ঠেকাতে গেলে নিছার উদ্দিনের ছোটভাই হায়দার আলীকেও মারপিট করা হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিছারকে উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি স্বাস্থ্য কমপ্লেক্সে নিছার উদ্দিনকে দেখতে যান। পরে জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছাও তাকে দেখতে যান। মনিরামপুর থানা পুলিশের ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনলেও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।