কপিলমুনিতে খাদ্যের সন্ধানে দলছুট হনুমান

0

এইচ.এম. শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ খাদ্যের অভাবে যশোরের কেশবপুর ছেড়ে পাইকগাছার দিকে ছুটে এসেছে কালোমুখো হনুমান। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমান। খাদ্যের সন্ধানে দীর্ঘ ৪০/৫০ কিলোমিটার পথ অতিক্রম করে পাইকগাছার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানগুলো। শুক্রবার বিভিন্ন প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। হনুমান দেখতে উৎসুখ জনতার মধ্যে অনেকে কলা বিস্কুট,পাউরুটি দিলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করছে হনুমান দুটি। কেশবপুর থানার বিভিন্ন গ্রামে এ হনুমানের বসবাস।
জানা যায়, প্রাণী বিভাগের তত্ত্বাবধানে দেয়া হয় বিভিন্ন রকম খাদ্যসামগ্রী। কেশবপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত চার শ হনুমান। ওই খানে খাদ্যের সংকট দেখা দিলে মাঝেমধ্যে কিছু হনুমান আবাসস্থল রেখে বেরিয়ে পড়ে বিভিন্ন এলাকায়। কখনও একটা ও তার অধিক খাদ্যে ও ভাল আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে। এ বিষয় পাইকগাছা প্রাণী অধিদফতরের কর্মকর্তা জয়নুল আবেদীন পিন্টু বলেন, মনুষ্যসৃষ্টি বৈশ্বিক আবহাওয়া মানুষের উৎপাত খাদ্যে বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারা যায়। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দীকি বলেন যে হনুমানগুলো এসেছে তাদেরকে কোনপ্রকার উত্ত্যক্ত করা যাবে না, তারা এ উপজেলার মেহমান।