বাগেরহাটে দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হারুন-অর-রশিদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন-অর-রশিদ বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত মোতালেব শেখ ছেলে। তিনি সুপারির ব্যবসা করতেন। কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শাহ আলম জানান, হারুন-অর-রশিদ মাজার মোড় এলাকায় দাঁড়িয়েছিলেন। এসময় একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িটির চালক মাসুদ আলীকে আটক করা হয়েছে। তিনি সদর সদর উপজেলার চর গ্রামের আমীর আলীর ছেলে।