বাগেরহাটে বিকাশের পিন নম্বর না দেয়ায় হানিফকে হত্যা করে বন্ধুরা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন-মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামের তরিকুল ইসলাম (২০), বাদল সরদার (৩০) ও সাকিব শেখ (১৯)। গত বৃহস্পতিবার গভীর রাতে খারইখালী গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক তরিকুলের কাছ থেকে আবু হানিফের ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বেশকিছু আলামত উদ্ধার হয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আবু হানিফের মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। গভীর রাতে তিনজনকে আটক করা হয়। আটক সবাই আবু হানিফের বন্ধু। এদের মধ্যে তরিকুল ইসলামের কাছ থেকে হানিফের ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে ওসি বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আবু হানিফ পোশাক কারখানায় চাকুরি করতেন। করোনাকালীন সময়ে বাড়িতে এসে তিনি চায়ের দোকান দেন। চাকুরির সময়ে তার বেশকিছু টাকা বাকি ছিল কারখানা মালিকের কাছে। এই টাকা ও প্রণোদনা মিলিয়ে তার বিকাশ একাউন্টে প্রায় এক লাখ টাকা ছিল। এই টাকা হাতিয়ে নেওয়ার জন্য আবু হানিফের কাছে মোবাইল ও বিকাশের পিন নম্বর চান হত্যাকারীরা (বন্ধুরা)। কিন্তু তিনি নম্বর দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার হত্যার শিকার আবু হানিফের মা মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’