যশোরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু : আক্রান্ত আরও ৯ জন

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে গতকাল করোনায় আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট ৩ হাজার ৮শ ৩৮ জন আক্রান্ত হলেন।
সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে ৩টায় সমীর মোল্যা (৮৩) নামে এক বৃদ্ধ মারা গেছেন। করোনার উপসর্গ শ্বাসকষ্ঠ নিয়ে এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে। ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষিত ওই নমুনার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। এর ভেতর ৮ জন যশোর সদরের এবং একজন মণিরামপুরের। আক্রান্তরা হচ্ছেন, শহরের ঘোপ এলাকার আজিজুল হক (৬৬), রুন্টু মিয়া (৬০), খড়কির রবিউল হোসেন (৮৫), রহিমা বেগম (৬৫), পুলিশ লাইনের অর্পণা বিশ্বাস (৫৬), রেলগেট এলাকার মকবুল হোসেন (৬৩), জেলা বীজ প্রত্যায়ন অফিসের কর্মকর্তা মোসাব্বির হোসেন (৩০), চুড়ামনকাটি গ্রামের উর্মি (২৩) ও মণিরামপুরের নমিতা (২৫)। এ নিয়ে যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৮শ ৩৮ জন। আক্রান্তদের ভেতর যশোরে ৪৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যশোরের বাইরে মারা গেছেন এ জেলার ৮ জন। আক্রান্তদের ভেতর ২ হাজার ৭শ ৯৪ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৯শ ৮৭ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য এ পর্যন্ত ১৫ হাজার ২শ ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে মোট রিপোর্ট এসেছে ১৪ হাজার ৮শ ২০টি।