ফ্লাইট ছাড়ার সাড়ে তিন ঘণ্টা আগে আসলো করোনা পরীক্ষার ফল

0

লোকসমাজ ডেস্ক॥ সৌদি আরবগামী ফ্লাইট ছাড়ার সাড়ে তিন ঘণ্টা আগে করোনা পরীক্ষার ফল হাতে পেলেন প্রবাসীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বিমানবন্দরে প্রবেশ শুরু করেন প্রবাসীরা। এরমধ্যে শুক্রবার সকালে যারা করোনার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন, তারা রিপোর্ট পান রাত ৯টার দিকে। শুক্রবার রাতে বিমানবন্দর থেকে প্রবাসী আরিফুল বলেন, ‘রাত ৯টার দিকে আমার মোবাইলে মেসেজ এসেছে।’ জোনায়েদ নামের আরেক যাত্রীও জানান,রাত ৯টার দিকে তিনিও নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।
প্রসঙ্গত, অনেক দেশে যেতেই ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হয়। তবে সৌদি আরবের নিয়ম অনুযায়ী দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে যাত্রীদের। জানা গেছে, বৃহস্পতিবার টিকিট হাতে পাওয়ার পর যাত্রীরা মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথে করোনা পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা দিতে যান। তবে যারা বিকালে ৪টার পর সেখানে পৌঁছান তাদের আর নমুনা না নিয়ে ফেরত পাঠানো হয়।