যশোরে সুদের টাকা না পেয়ে নারীকে বিষপানে হত্যার চেষ্টার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গায় সুদের টাকা না পেয়ে জোরপূর্বক এক নারীকে বিষপানে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন-বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার সোহাগ ও তার স্ত্রী পারুল এবং হাফিজুর রহমানের ছেলে অন্তু। বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার মৃত এলাহী বক্সের ছেলে রফিকুল ইসলামের অভিযোগ, তার স্ত্রী লিপি বেগমের বোন মুন্নী আসামিদের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। কিন্তু মুন্নী স্বামীর সাথে গোলাযোগ করে পুলিশ লাইন টালিখোলায় বাবার বাড়িতে চলে গেছেন। ফলে মুন্নীকে না পেয়ে ধারের ও সুদের টাকার জন্য তার স্ত্রী লিপি বেগমের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। গত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আসামিরা তার বাড়িতে গিয়ে স্ত্রীর লিপি বেগমের কাছে টাকা দাবি করেন। এ সময় প্রকৃত দেনাদারের কাছে টাকা দাবির কথা জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এক পর্যায়ে তারা তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। বাড়ি এসে রফিকুল ইসলাম এ ঘটনা দেখতে পেয়ে স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, থানার এসআই ওয়াহিদুজ্জামান অভিযোগটি তদন্ত করছেন।