শংকরপুর থেকে তিন যুবক-যুবতী আটক, চাকু ও ইয়াবা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের নাজির শংকরপুরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ৩ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি বার্মিজ চাকু ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের এসআই আজহারুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে গোপন সূত্রে খবর পান নাজির শংকরপুরস্থ প্রাথমিক বিদ্যালয়ের পাশে জনৈক শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া শান্তা আক্তার আশার ঘরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে শান্তা আক্তার আশা (১৯) সহ তিনজনকে আটক করা হয়। আটক শান্তা আক্তার বকচর জোড়া মন্দির এলাকার শামীম হোসেনের মেয়ে। অপর দুজন হচ্ছেন-রেল রোড তেঁতুলতলার মৃত আজিজ শেখের মেয়ে ফারজানা আক্তার বৃষ্টি (১৮) ও পুরাতন কসবা কাজীপাড়ার মৃত সিরাজুল হকের ছেলে একরামুল হক (২৮)। পরে তল্লাশি চালিয়ে শান্তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ঘরের তোষকের পাশ থেকে ৭টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এছাড়া আটক একরামুল হকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা এবং বিকেলে আটক তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে আটক একরামুল হকের স্বজনেরা জানান, শান্তা আক্তার আশা ও ফারজানা আক্তার বৃষ্টি ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত। একরামুল হক মাদকাসক্ত হয়ে পড়ায় মাদক ব্যবসায়ী ওই যুবতীদের কাছে তার যাতায়াত ছিল। নেশার কারণে তিনি যুবতীদের মাদকের আস্তায় গিয়ে ধরা পড়েছেন।