অভয়নগরে ঘাট দখলের দ্বন্দ্বে পাল্টাপাল্টি হামলা বোমাবাজি, আহত ২

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে নৌবন্দরের বেসরকারি একটি ঘাট দখল কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও বোমাবাজি হয়েছে। এসময় এক পক্ষের দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, বদিউজ্জামান ও তার ভাই আসাদুজ্জামান। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, উপজেলার ভাঙ্গাগেট নয়া বাজার কমিটির সভাপতি গোলাম রানা শেখ ও নওয়াপাড়া জুট মিলের সিবিএ নেতা বদিউজ্জামানের সাথে ঘাট দখল করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার আলামত উদ্ধার করে। ব্যবসায়ী গোলাম রানা শেখের ভাই মনিরুজ্জামান লিটন জানান, তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে ঘাট নিয়ে নওয়াপাড়া জুট মিলের সিবিএ নেতা বদিউজ্জামানের সাথে বিরোধ। বিকালে তার ভাইপো জিহাদ কামাল জিতু নওয়াপাড়া বাজার থেকে বাড়িতে ফিরলে বদিউজ্জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠি-সোটা নিয়ে মহড়া দিতে দিতে তার ভাইয়ের বাড়িতে গিয়ে একটি বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। ওসি আরও জানান, বোমবাজির ঘটনার জের ধরে ব্যবসায়ী গোলাম রানার লোকজন বদিউজ্জামান ও তার ভাই আসাদুজ্জামানকে ধরে বেদম মারপিট করলে তারা গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওসি আরও জানান, এখনও পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।