শার্শা ও ঝিকরগাছা সংবাদদাতাদের সাথে মতবিনিময় করলেন লোকসমাজ প্রকাশক শান্তনু ইসলাম সুমিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের সাথে শার্শা ও ঝিকরগাছা আঞ্চলিক প্রতিনিধিদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেনাপোলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, নাভারণ প্রতিনিধি আহম্মদ আলী শাহীন, বাগআঁচড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম ও লোকসমাজের বিজ্ঞাপন ম্যানেজর শামীম রেজা। লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত শার্শা ও ঝিকরগাছা আঞ্চলিক প্রতিনিধিদের সাথে সুদূর অস্ট্রেলিয়া থেকে কথা বলেন। এ সময় প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি। প্রকাশক মহামারি করোনা ভাইরাস থেকে সাবধান হতে প্রতিনিধিদের সকল প্রকার স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন। তিনি প্রতিনিধিদেরকে আরও দায়িত্বশীল হয়ে সকল প্রকার বস্তুনিষ্ঠ সংবাদ সরবরাহের নির্দেশনা দেন। সভায় লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বলেন, সীমান্ত উপজেলা শার্শা একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে অনেক সাবধানতা অবলম্বন করে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে হবে। তিনি উপস্থিত প্রতিনিধিদের সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, উন্নয়নমূলক, সমাজের অবহেলিত বিষয়, সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে সংবাদ সরবরাহের জন্য আরও দায়িত্বপূর্ণ হওয়ার তাগিদ দেন।