বঙ্গবন্ধুর মুর‌্যালে বিপুলের শ্রদ্ধাঞ্জলি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন আনোয়ার হোসেন বিপুল। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা থেকে যশোরে ফিরে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আনোয়ার হোসেন বিপুলকে শ শ নেতাকর্মী বিমানবন্দরে গিয়ে শুভেচ্ছা জানান। যশোর শহর ছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতকার্মীরা তাকে এই শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে হাজির হন। পরে এই নেতাকর্মীর বহর নিয়ে তিনি বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আনোয়ার হোসেন বিপুল বলেন, যশোরে আলোর রাজনীতি শুরু করতে হবে। এজন্য সাবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একই সাথে আগামী ২০ অক্টোবর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, শহীদুজ্জামান শহীদ, সদস্য ফারুক হোসেন, মেহেদী হাসান রুনু, জেলা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইশারত আলী, ইছালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবার হোসেন শিহাব, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বাবু, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহামুদ, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাগর খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন শিমুল প্রমুখ।