শৈলকুপায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতামূলক সভা

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সার ব্যবসায়ীদের সমন্বয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুব ইলাহী, বাংলাদেশ সার ব্যবসায়ী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাজী জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা সার ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি নুর আলম মোল্লা প্রমুখ।