তরকারিতে লবণ বেশি দেওয়ায় ছোটভাইকে খুন!

0

মাগুরা সংবাদদাতা॥ রান্না খারাপ হওয়ায় উত্তপ্ত তর্কের এক পর্যায়ে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক সাখাওয়াত হোসেনকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশে দিয়েছে এলাকাবাসী। মগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর হোসেন। তাদের বাবার নাম লিয়াকত মোল্যা।
প্রতিবেশী শাহানাজ হোসেন জানান, বুধবার সকালে বড়ভাই সাখাওয়াত রাজমিস্ত্রির কাজে যায়। বাড়িতে মা-বাবা না থাকায় ছোট ভাই আলমগীর দুপুরের খাবার রান্না করে। দুপুরে কাজ থেকে ফিরে খাবার খেতে গেলে রান্না করা ভাত নরম ও তরকারিতে লবণ বেশি হওয়ায় বড় ভাই সাখাওয়াত রেগে যায়। এসময় ছোট ভাই আলমগীর যা আছে তাই খেতে বলে, অন্যথায় নিজে রান্না করে খাওয়ার কথা জানায়। এতে বড় ভাই প্রচণ্ড রেগে গিয়ে লোহার রড দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ছোট ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বড় ভাই পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় আলমগীরকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে আলমগীরের মৃত্যু হয়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে বড় ভাই সাখাওয়াত মোল্যাকে এলাকাবাসী বৃহস্পতিবার বিকালে আটক করে পুলিশে দিয়েছে।