ডি মারিয়া ৪ ম্যাচ নিষিদ্ধ

0

লোকসমাজ ডেস্ক॥ এক ম্যাচে ৫ লাল কার্ড। সে কারণেই হয়তো বেঁচে গিয়েছিলেন আনহেল ডি মারিয়া। তবে শাস্তি এড়াতে পারেননি। অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেইয়ের মৌসুম শুরুর ম্যাচে ‘বদরাগী’ আচরণে কঠিন শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। প্রতিপক্ষের খেলোয়াড়ের দিকে থুতু ছিটিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। ফরাসি পেশাদার লিগ অবশ্য থুতু ছিটানোর বিষয়টি উল্লেখ করেনি শাস্তিতে। শুধু ৪ ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।
১৩ সেপ্টেম্বর মার্সেইয়ের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করে পিএসজি। ওই ম্যাচের শেষ দিকে ঝামেলায় জড়িয়ে দুই দলের পাঁচ খেলোয়াড় মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। যার মধ্যে রয়েছেন নেইমারও। সেই ম্যাচেই ডি মারিয়া থুতু ছিটান মার্সেই ডিফেন্ডার আলভারো গনসালেসের দিকে। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর অবকাশ যাপনে ইবিজায় গিয়েছিলেন ডি মারিয়া। মৌসুম শুরুর আগে সেখান থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। যদিও কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়ে ফরাসি লিগের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি। মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলের হারের ওই ম্যাচে গনসালেসকে থুতু ছিটানোর ঘটনাটি ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির চোখ এড়ায়নি, এরপরও ডি মারিয়ার ওপর কোনও অ্যাকশন নেওয়া হয়নি, পুরো ৯০ মিনিট খেলেছিলেন আর্জেন্টাইন তারকা। তবে এখন বড় শাস্তিই পেলেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার।