শচীনকে টপকে আইপিএলে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল

0

লোকসমাজ ডেস্ক॥ দ্রুততম ভারতীয় ব্যাটস্‌ম্যান হিসেবে আইপিএলে ২০০০ রানের গন্ডি পার করলেন কেএল রাহুল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে হওয়া ম্যাচে ২০০০ রান সম্পন্ন করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রাহুল। নিজের ৬০ ইনিংসে ২০০০ রান করেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকরের। আইপিএলের টুইটার পোস্টে একথা জানানো হয়েছে। তবে সব মিলিয়ে এখনও পর্যন্ত আইপিএলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করেছেন ক্রিস গেইল। তিনি নিজের ৪৮তম ইনিংসে ২০০০ রানের গন্ডি স্পর্শ করেন।
এদিন টসে জিতে বোলিং নেয় আরসিবি। পাঞ্জাবের হয়ে ইনিংস শুরু করতে যখন নামেন দলের অধিনায়ক রাহুল, তখন ২০০০ রান সম্পন্ন করতে তার দরকার ছিল মাত্র দুই রান। যা সহজেই পূরণ করেন রাহুল। আগের ম্যাচে রবিবার দিল্লির কাছে হেরেছিল পাঞ্জাব। তবে এদিন লোকেশ রাহুলের কাছে অসহায় আত্মসমর্পণ করে বসল বিরাট কোহলির আরসিবি। কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল দুরন্ত শতরান করেন। আইপিএলে দু’টি শতরান হয়ে গেল রাহুলের। এদিন করলেন ৬৯ বলে অপরাজিত ১৩২ রান। ইনিংসে ১৪টি চারের পাশাপাশি রয়েছে সাতটি ছয়। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করে পাঞ্জাব। ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারেই ১০৯ রানে থেমে গেল আরসিবি। ৯৭ রানে ম্যাচ জিতে নিল পাঞ্জাব। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল আরসিবি। আর দিল্লির কাছে সুপার ওভারে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালেন লোকেশ রাহুলরা।